সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

ধর্মপাশায় ৩০ বস্তা ভারতীয় চিনিসহ দুজন আটক 

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি

ধর্মপাশায় ৩০ বস্তা ভারতীয় চিনিসহ দুজন আটক 

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় চোরাই পথে নিয়ে আসা ভারতীয় চিনি  বোঝাইকৃত হ্যান্ডট্রলিসহ উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ আলী (৫৪) ও সুলতান মিয়া (৫৩) নামে দুই চোরাকারবারিকে আটক করেছে ধর্মপাশা থানা পুলিশ। 

মোহাম্মদ আলী ধর্মপাশা উপজেলার সেলবরস ইউনিয়নের মাটিকাটা গ্রামের মৃত সাদত আলীর ছেলে। সুলতান মিয়া পাইকুরাটি ইউনিয়নের হাওর রাজাপুর গ্রামের মৃত ছোবহান তালুকদারের ছেলে।  

 ধর্মপাশা থানার  বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে গত শনিবার রাতে  ভারতীয় চিনিসহ তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, চোরাই পথে নিয়ে আসা ভারতীয় চিনি বাদশাগঞ্জ বাজার হতে একটি হ্যান্ডট্রলি বুঝাই করে ধর্মপাশা বাজার অভিমুখে নিয়ে আসছে  এমন খবর পেয়ে  সুনামগঞ্জ জেলার ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আলী ফরিদের নেতৃত্বে এলাকায় চোরাচালান  প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনাকালে ধর্মপাশা সোনালি ব্যাংকের সামনের রাস্তায় চিনি বুঝাইকৃত হ্যান্ডট্রলিসহ তাদের আটক করা হয়। 

ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আলী ফরিদ আহমেদ জানান, আসামিদের ভারতীয় চিনি চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে এনে বিক্রয়ের জন্য নিজের কাছে রাখায় তাদের বিরুদ্ধে ধর্মপাশা থানায় বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

টিএইচ